অনেক শিক্ষার্থীর মনে একটি সাধারণ প্রশ্ন থাকে -
আসলে তারা কোন ধরনের মানুষের সাথে মিশবে, কোন ধরনের মানুষের সাথে মিশবে না, বা কাদের সাথে মিশলে আসলে কি হবে না হবে । তো আজ আমি এই বিষয়ের ওপর কিছু কথা বলবো। আমার নিজস্ব যে ধারণা আছে সেখান থেকে কথা গুলো আমি শেয়ার করেছি।
![]()  | 
| কিভাবে বন্ধুত্ব রাখবে | 
আমি তোমাকে একটা উদাহরণ দিই -
তুমি কার সাথে মিশবে বা কার সাথে মিশবে না এটা আসলে তোমার ব্যাক্তিত্ব কে নির্ধারণ করে না। তুমি ছোটবেলায় যে ভাবে লালিত পালিত হয়েছো তোমার ব্যক্তিত্ব ঐ ভাবেই তোমার মাথার মধ্যে সেট করা আছে এবং তার ওপর ভিত্তি করে তুমি কোনো জায়গা থেকে পসিটিভ কিছু নিতে পারো বা কোনো জায়গা থেকে নেগেটিভ কিছু নিতে পারো।
আমার জীবনের ছোট একটা উদাহরণ:
কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কি কখনো সিগারেট খেয়েছেন? আমি বলবো হ্যা আমি খেয়েছি। কতগুলো খেয়েছেন? আমি কিন্তু গুনে বের করতে পারবো। টোটালি আমার জীবনে আমি ৩ থেকে ৪ প্যাকেট সিগারেট খেয়েছি এবং এগুলে বিভিন্ন অনুষ্ঠান বা বন্ধুদের সাথে যখন অনেক দিন পর দেখা হয় তখন ১/২ টা খাওয়া হয়। আমার বন্ধুদের আমি অনেক সিগারেট খাওয়াইছি। But I'm not a chain smoker. করন আমি জানি এটা ক্ষতিকর।
আমার অনেক বন্ধু আছে যারা খাওয়ার জন্যে জোর করে। তখন কিন্তু না খেয়ে থাকাও যায় না এমন একটা অবস্থা। অনেক পুরাতন বন্ধু না খেলে মনে কষ্ট পেতে পারে। তো তখন আমি কি করি - সিগারেট খাওয়ার ধরণটা পরিবর্তন করি। কিভাবে? মুখের মধ্যে ধুঁয়াটা টানলাম ফুস করে ছেড়ে দিলাম। ভিতরে কিন্তু নিই না আমি। যারা চেইন স্মোকার তারা কি করে- ধোঁয়াটা কে মুখের মধ্যে নিয়ে গিলে ফলে। এরপর ধোঁয়াটা নাক দিয়ে মুখ দিয়ে বের করে দিলো। এবং এই ধরণের টানকে তারা বলে সুখটান। মানে বেপারটা এমন হলো যে সে তার ফুসফুস কে নিকোটিন ফিল্টার করার একটা মেশিন বা যন্ত্র হিসাবে ব্যবহার করছে। তো আমি সিগারেটের দিকে যাচ্ছিনা। এটা সম্পূর্ণ কারো ব্যাক্তিগত বিষয়।
তুমি যদি কখনো এইটা বলো: আমার এক বন্ধু মদ খায় আমি তার সাথে মিশে মিশে মদ খেতে শিখে গেছি। এইটা মানে তোমার ব্যাক্তিত্বটা দূর্বল। এই জন্য, ও তোমাকে প্রভাবিত করে ফেলেছে। কথাটা বুঝতে পেরেছো?
ছোট একটা উদাহরণ:
পানির মধ্যে চিনি যদি দ্রবীভূত করার চেষ্টা করো তাহলে - বিষয়টি খেয়াল করো আমি কি বলছি। চিনির পরিমান যদি কম হয় তাহলে চিনি কিন্তু পানির মধ্যে সহজে গুলি যায়। কিন্তু তুমি যদি প্রচুর পরিমান চিনি দেও অল্প পানিতে তাহলে চিনি কিন্তু দ্রবীভূত হয়না। একই চিনি একই পানি তাহলে দুইটা বৈশিষ্ট আলাদা কোনো হলো বলতো? মূল কারণ হলো এদের পরিমান টা ভিন্ন।
I'm not talking about cigarettes. আমি কাউকে কষ্ট দিতে চাচ্ছি না। আমার কথা হলো এই, তুমি সবার সাথে মিশবা, সবার থেকে শিখবা । ও কেমন, ওর ব্যক্তিত্ব কেমন, আমি দেখি ওর কাছ থেকে কিছু শিখতে পারি কিনা।
আমি কিভাবে অন্যের থেকে শিখি ঃ
আমার কিছু বন্ধু আছে তাদের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি ধর্য্য, কিভাবে একটা কাজের পিছনে মনোযোগ দেয়া যায় এই গুণটা তাদের মধ্যে আছে। আবার কিছু মানুষ আসে যারা খুব সুন্দর ভাবে চমৎকার করে কথা বলতে পারে। তারা যখন কথা বলে আমরা মনোযোগ দিয়ে কথা গুলো শুনি।
পরিশেষে আমার নিজের পরামর্শ ঃ
তোমার মূল দায়িত্ব তোমার ব্যক্তিত্বকে শক্তিশালী করে সবার সাথে মেশা এবং সবার কাছ থেকে শেখা। সবার কাছ থেকে শিখে তুমি তোমার জীবনে ভালো কিছু করতে পারবা।
ঠিক আছে খোদাহাফেজ ভালো থেকো সকলে। লেখাটা যদি ভালো লাগে এবং তোমার উপকারে আসে তাহলে সবার সাথে শেয়ার করবে যাতে অন্য কেউ লেখাটা পড়ে উপকৃত হতে পারে।
