Is your life over in a private university - বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তোমার কি জীবন শেষ ?

আজ আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। সে গুলো হলো: 

১. Private University আমাদের দেশের শিক্ষাকে ধ্বংস করছে?
২. প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কি ভালো কিছু করা সম্ভব?
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভালো এবং খারাপ দিক কি? 

Private University আমাদের দেশের শিক্ষাকে ধ্বংস করছে
Private University

সারা বিশ্বের প্রেক্ষাপট ঃ

MIT (Massachusetts Institute of Technology), Harvard University, University of Oxford, Stanford University, এই নাম গুলো শুনলেই কিন্তু আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় এবং আমরা মন থেকে বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয় গুলো পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের  কাতারের। এই বিশ্ববিদ্যালয় গুলো কি সরকারি না বে-সরকারি? এগুলো কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় না। এগুলো সব স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।  বিশ্ববিদ্যালয় গুলো নিজের খরচ নিজে উপার্জন করে এবং সেখানে প্রচুরপরিমান গবেষণা হয় মানব কল্যাণ বা মানব সভ্যতা উন্নয়নের জন্য।  বিভিন্ন ধরণের প্রোডাক্টের পরিকল্পনা এবং গবেষণা এই কাতারের যত বিশ্ববিদ্যালয় আছে সব জায়গাতেই প্রায় একই ধরণের কাজ করে থাকে।  এদের মূল লক্ষ্য হলো আমাদের জীবন যাত্রার মানকে আরো উন্নত করা এবং গবেষণার মাধ্যমে ভালো কোনো আউটপুট আনা।  

বাংলাদেশের প্রেক্ষাপট ঃ

বাংলাদেশে বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইত্যাদি যে নাম গুলা বললাম এগুলা সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান।  এই বিশ্ববিদ্যালয় গুলো চলার জন্য যত খরচ সবকিছু সরকার দেয়।  আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা বে-সরকারি বা স্বায়ত্তশাসিত। এরা নিজেদের খরচ স্টুডেন্টদের থেকে সংগ্রহ করে এবং তাদের কে শিক্ষা বা সার্টিফিকেট প্রদান করে। এরা UGC (University Grants Commission of Bangladesh) কর্তৃক অনুমোদন প্রাপ্ত।  

সবথেকে প্রধান প্রশ্ন:

সবথেকে প্রধান প্রশ্ন হলো কোন বিশ্ববিদ্যালয় গুলো ভালো? সরকারি না কি বে-সরকারি? বা বে-সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার জীবন শেষ, তুমি কিছুই করতে পারবা না, তুমি ভালো জায়গায় জব পাবনা। এই কথাবাত্রা গুলো আমাদের কানে প্রায়ই আসে।  অথবা যে ছাত্র ভালো একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে  পড়ছে, বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে দেখা যাচ্ছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে বা মেয়ে কে নিয়ে তার ধারণা হয়, সে জীবনে কিছু করতেই পারবে না।  

বাস্তবতা কি বলে :

আমি এখন একটু বাস্তবতাতে আসি ইমোশন থেকে বের হয়ে।  এখনও অনেক ছাত্র আছে যারা বুয়েট বা মেডিকেল এ পড়ে তারা মনে করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভালো জায়গায় কখনো যেতে পারবে না। কথাটা কতটুকু যুক্তি যুক্ত? কথাটা মোটেও যুক্তি যুক্ত না কথাটা ভুল।  আমাদের সমাজে এই ধারণা প্রচলিত আছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলা ভালো না বা এখানে ভালো পড়ালেখা হয় না।  আসলে বিষয়টা কি - কোনো একটা ছাত্র যেখানেই পড়ুক না কেন তার জ্ঞানের প্রতি যদি আগ্রহ থাকে, তার যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, তাহলে সে যেকোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কিন্তু ভালো করতে পারে। 

ধরো একটা দুর্বল ছাত্রকে যদি নটরডেম কলেজে এ ভর্তি করা হয় তাহলে নটরডেম কলেজ কি তাকে ভালো রেজাল্ট করাতে পারবে? ও তো ফেল করবে ওখানে যেয়ে। কথাটা কিন্তু শুনতে ভালো না লাগলেও বাস্তব।  

আসলে ভালো বিশ্ববিদ্যালয় বলতে অনেক গুলো মানদণ্ড নিয়ে একটা বিশ্ববিদ্যালয় ভালো হয়। যেমন একটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা থাকা লাগে অনেক শক্তিশালী, অনেক publication লাগে, অনেক  journal লাগে, অনেক কিছু লাগে।  সেখানে যে সমস্ত  শ্রদ্ধীয়  প্রফেসর আছেন তাদের প্রচুর পরিমান গবেষণার কাজ করতে হয়, আরো অনেক বিষয় থাকে যে গুলা নিয়ে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের  রাঙ্কিং হয়।  অনেকে জিজ্ঞেস করতে পারে বুয়েটের রাঙ্কিং কত? বুয়েটের রাঙ্কিং কিন্তু অনেক পিছনে।  বুয়েটে কিন্তু ভালো গবেষণা বলতে যেটা বুঝায় সেটা কম হয়।  এ জন্যে বুয়েট কিন্তু টপ ১০০র মধ্যে নেই।  


প্রাইভেট বিশ্ববিদ্যালয় না সরকারি বিশ্ববিদ্যালয় ঃ

মনে করো তুমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে  আছো। এখন আমার উপদেশ হলো এই , তুমি যেই বিশ্ববিদ্যালয়ে আছো তোমাকে খেয়াল রাখতে হবে এটা যেন ভাওতাবাজি বা টাউট-বাটপার না হয়। তুমি যে বিশ্ববিদ্যালয়েই পড়ো আগে সেটা সম্পর্কে জানো।  তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোকনা কেন এটা  কোনো সমস্যা নয়।  কারণ সবাই কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না।  এটা একটা প্রাকটিক্যাল বা বাস্তব কথা।  তাই তুমি একটা ভালো নামধারী না হোক অন্তত সেখানে শিক্ষার নূন্যতম পরিবেশ থাকে এবং তুমি যদি সেখানে এডমিট হও, সেখানে যেসকল শিক্ষক আছেন তারা কিন্তু তোমাকে গাইড দিবেন। কিন্তু সর্বোপরি সবথেকে বড় গাইড তোমাকে দিতে হবে। বুয়েট, কুয়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানেই হোক একটা ছাত্র কে শিক্ষক অনুপ্রাণিত করে,কিন্তু অধিকাংশ বা majority কাজ কিন্তু ওই ছাত্রকে করতে হয়।  আর ভালো ছাত্ররা বুয়েট,মেডিকেল এ যায় বলেই তারা ভালো করে। ওই ছাত্র যদি বুয়েট, মেডিকেলে না পড়ি অন্য কোনো পরিবেশে যেত এবং সে যদি সচেষ্ট থাকতো তাহলে সেখানেও ভালো করতো।  

দেশের বর্তমান অবস্থা ঃ

বর্তমানে ইন্ডাস্ট্রি সেক্টর বা অন্যান্য সেক্টরে দেখা যাবে অধিকাংশ শীর্ষ অবস্থানে যারা আছে তারা কিন্তু বেশির ভাগই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় (যাদের  রাঙ্কিং অনেক পিছনে) থেকে আসছে।  এটা তার  কর্ম দক্ষতার গুনে, তার যোগ্যতার বলে।  এই যেগ্যতা তুমি যে শুধু কেতাবি বই বা ভাষা পড়লে, এখান থেকে কিন্তু সব কিছু আসবে না। 


তো তুমি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও কখনই হতাশ হওয়ার দরকার নেই।  তোমার জীবন অনেক ভালো হতে পারে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর থেকে।  এমনও নজির আছে বুয়েটের ছাত্রদের থেকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক ভালো করছে।  শুধু মাত্র গভীর আসক্তি এবং দক্ষতা বা যোগ্যতা থাকার কারণে। 

শুধুমাত্র মানুষ এবং বই এর সাথে তুমি চিটারি বাটপারি করো না।  তোমার যে মূল টেক্সট বই বা জ্ঞানের আধার সেই বই।  বাদবাকি দেয়ার মালিক উপরে যে সৃষ্টিকর্তা  বসে আছেন তিনি নিজ হাতে তোমাকে উপহার দিবেন।  তুমি যদি তোমার বই এর সাথে চিটারি বাটপারি করো , তোমার যে কাজ সেই কাজ যদি তুমি না করো তাহলে শেষ পর্যন্ত কোনো লাভ হবে না। 

অরে কত ছাত্র আছে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেল করেছে।  আবার বুয়েটে, মেডিকেলে এমন ও স্টুডেন্ট আসে যারা পাশই করেনি, drop out  হয়ে গেছে বা বাদ পরে গেছে।  সমস্ত drop out কিন্তু বিলগেটস হয় না।  তুমি ভালো  বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো তুমি পড়াশোনা করো না, তাহলে তোমার কোনো দামই থাকবে না ওই পড়াশোনা করার। তোমার জীবনে তখন ভালো করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। 

আমার নিজস্ব মতামত ঃ

নিজের ওপর আত্মবিশ্বাসী হও তুমি যেই বিশ্ববিদ্যালয়ে আছো সরকারি হোক বা প্রাইভেট হোক it's doesn't matter. তোমার দায়িত্ব হলো নিজেকে ভালো করে সঠিক পথে রাখা এবং তুমি নিজে ভালো করে পড়ো, ভালো করে জানো, শিক্ষকদের কাছ থেকে সাহায্য নাও, বন্ধু-বান্ধবদের সাথে share করো তোমার জ্ঞান, আমার ধারণা তখন তোমার ভালো থাকা কেউ আটকাতে পারবে না সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবেন।  জীবনের তাৎপর্য খুঁজে বের করার চেষ্টা করো এবং জীবনে ভালো মানুষ হও। ভালো থেকো সবাই। 

You have to wait 10 seconds.

Generating NEXT Link...
Post a Comment (0)
Previous Post Next Post