15 থেকে 25 হাজার টাকার মধ্যে 5 টি সেরা গেমিং মোবাইল ফোন (আগস্ট 2022)

আসসালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকার মধ্যে বেস্ট ৫ টি ফোন।  যে গুলা আপনি চাইলে চোখ বন্ধ করে কিনতে পারেন। প্রত্যেকটা ফোন ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার এই দাম বিবেচনায় ওভারঅল গেমিং পারফরমেন্স, ফটোগ্রাফি এবং এর পাশাপাশি আপনারা লংটাইমে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন।  তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। 

15 থেকে 25 হাজার টাকার  মধ্যে 5 টি সেরা গেমিং মোবাইল ফোন (আগস্ট 2022)
গেমিং মোবাইল ফোন (আগস্ট 2022)


Number 5 :  INFINIX NOTE 12 G96

Infinix Note 12 G96 Price in Bangladesh:

6/128 GB

19,299  টাকা

8/128 GB

20,299  টাকা

DISPLAY

:

:

:

6.7 inches

Full HD+ 1080 x 2400 pixels (393 ppi)

AMOLED Touchscreen

PROCESSOR

:

:

:

Android 12 (XOS 10.6)

MediaTek Helio G96 (12 nm)

Octa-core, up to 2.05 GHz

MAIN CAMERA

:

Triple 50+2+0.3 Megapixel

FRONT CAMERA

:

16 Megapixel

RAM

:

6 / 8 GB

STORAGE

:

:

128 GB

MicroSD Slot 

BATTERY

:

:

Lithium-polymer 5000 mAh (non-removable)

33W Fast Charging

 

 

 


Infinix Note 12 G96 6.7 ইঞ্চি ফুল HD+ AMOLED স্ক্রিন সহ আসে। এতে রয়েছে ওয়াটারড্রপ নচ ফ্রন্ট ক্যামেরা ডিজাইন। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, ডেপথ সেন্সর, এফ/১.৬ অ্যাপারচার, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ইত্যাদি এবং কোয়াড এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল ৫০+২+০.৩ মেগাপিক্সেলের। সামনের ক্যামেরাটি 16 এমপির। Infinix Note 12 G96 33W দ্রুত চার্জিং সহ 5000 mAh ব্যাটারি সহ আসে। এতে 6 বা 8 GB RAM, 2.05 GHz অক্টা-কোর CPU এবং Mali-G52 MC2 GPU পর্যন্ত রয়েছে। এটি একটি MediaTek Helio G96 (12 nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি।

Pros

  • 6.7 inches big Full HD+ AMOLED display
  • Stylish design
  • Decent quality front and back cameras
  • 5000 mAh battery, 33W Fast Charging
  • Fine performance with Helio G96 chipset, 8 GB RAM
  • Dual speakers
  • Android 12

Cons

  • Plastic body
  • No display protection
  • No 90Hz refresh rate

Realme Narzo 50 Price in Bangladesh:

4/64 GB

18,499 টাকা

6/128 GB

21,990 টাকা



DISPLAY

:

:

:

6.6 inches

Full HD+ 1080 x 2412 pixels (400 ppi)

IPS LCD Touchscreen

PROCESSOR

:

:

:

Android 11 (Realme UI 2.0)

MediaTek Helio G96 (12 nm)

Octa-core, up to 2.05 GHz

MAIN CAMERA

:

Triple 50+2+2 Megapixel

FRONT CAMERA

:

16 Megapixel

RAM

:

4 / 6 GB

STORAGE

:

:

64 / 128 GB

MicroSD Slot 

BATTERY

:

:

Lithium-polymer 5000 mAh (non-removable)

33W Fast Charging

 

 

 

Realme Narzo 50 6.6 ইঞ্চি ফুল HD+ IPS LCD স্ক্রিন সহ আসে। এটিতে একটি ফুল-ভিউ বাম পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি PDAF, f/1.8 অ্যাপারচার, LED ফ্ল্যাশ, ম্যাক্রো, ডেপথ সেন্সর ইত্যাদি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সহ ট্রিপল 50+2+2 MP এর। সামনের ক্যামেরাটি 16 এমপির। Realme Narzo 50 33W দ্রুত চার্জিং সহ 5000 mAh ব্যাটারি সহ আসে। এতে 4 বা 6 GB RAM, 2.05 GHz অক্টা-কোর CPU এবং Mali-G57 MC2 GPU পর্যন্ত রয়েছে। এটি একটি 12 nm MediaTek Helio G96 চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 64 বা 128 GB দ্রুত UFS 2.1 অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি ইত্যাদি।

Pros

  • Fine design
  • Big 6.6″ Full HD+ 120Hz display
  • Great quality front and back cameras
  • Fine performance with MediaTek Helio G96 chipset
  • 5000 mAh battery, 33W Fast Charging
  • Android 11
  • 3.5mm Jack

Cons

  • No display protection
  • No Radio

Realme 8 Regular Version Price in Bangladesh:

8/128 GB

24,990  টাকা



DISPLAY

:

:

:

6.4 inches

Full HD+ 1080 x 2400 pixels (411 ppi)

Super AMOLED Touchscreen

PROCESSOR

:

:

:

Android 11 (Realme UI 2.0)

Mediatek Helio G95 (12 nm)

Octa core, up to 2.05 GHz

MAIN CAMERA

:

Quad 64+8+2+2 Megapixel

FRONT CAMERA

:

16 Megapixel

RAM

:

8 GB

STORAGE

:

:

128 GB

MicroSD Slot 

BATTERY

:

:

Lithium-polymer 5000 mAh (non-removable)

30W Fast Charging (50% in 26 min, 100% in 65 min)


 

 

Realme 8 6.4 ইঞ্চি ফুল HD+ সুপার AMOLED স্ক্রিন সহ আসে। এটিতে একটি ফুল-ভিউ বাম পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে। পিছনের ক্যামেরাটি পিডিএএফ, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা, ডেপথ সেন্সর, আল্ট্রাওয়াইড লেন্স ইত্যাদি এবং 4K ভিডিও রেকর্ডিং সহ কোয়াড 64+8+2+2 এমপি। সামনের ক্যামেরাটি 16 এমপির। Realme 8 30W ফাস্ট চার্জিং সহ 5000 mAh ব্যাটারি সহ আসে। এতে রয়েছে 8 GB RAM, 2.05 GHz অক্টা-কোর CPU এবং Mali-G76 MC4 GPU পর্যন্ত। এটি একটি Mediatek Helio G95 (12 nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট সহ আসে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি ইত্যাদি।

Pros

  • Super AMOLED display
  • Fine quality camera, 4K video recording
  • 5000 mAh battery, 30W fast charging
  • Fine performance
  • In-display fingerprint sensor

Cons

  • Plastic body
  • No 90Hz refresh rate
আমাদের লিস্টে থাকা নম্বর ২ তে আমরা ২ টি ফোন সিলেক্ট করেছি। তা হলো:  
  1. Realme 9 5G Speed Edition 
  2. Realme 9 Pro 5G.
দুইটি ফোনের মধ্যে মেইন  পার্থক্য হলো Realme 9 Speed Edition অনেকই ভালো কনফিগারেশন কিন্তু বিষয়টা হলো ফোন তা Unofficial ফোন। খুব একটা মার্কেটে  পাওয়া ও যাচ্ছে না। এই কারণে আমরা ফোনটাকে নম্বর ১ এ রাখতে যেয়েও রাখিনি। Realme 9 Pro Official price ৩২০০ টাকা। আমি যেটা সিলেক্ট করেছি সেইটা Unofficial ২২০০০ থেকে ২৫০০০ টাকা। এই ফোন ২ টার মধ্যে যেইটা পান নিতে পারেন।

Number 2 :  Realme 9 5G Speed Edition

Realme 9 5G Speed Edition Price in Bangladesh:

8/128 GB

Unofficia 23 – 26000  টাকা


DISPLAY

:

:

:

6.6 inches

Full HD+ 1080 x 2412 pixels (400 ppi)

IPS LCD Touchscreen, 144Hz Refresh

PROCESSOR

:

:

:

Android 11 (Realme UI 3.0)

Snapdragon 778G

Octa core, up to 2.4 GHz

MAIN CAMERA

:

Triple 48+2+2 Megapixel

FRONT CAMERA

:

16 Megapixel

RAM

:

6 GB

STORAGE

:

:

128 GB

MicroSD Slot 

BATTERY

:

:

Lithium-polymer 5000 mAh (non-removable)

30W Fast Charging

 

 

 

Realme 9 Speed Edition Full specification ➤

➤➤➤➤➤➤➤➤➤➤


➤➤➤➤➤➤➤➤➤➤


Number 1 :  Redmi note 11 pro 5G/ Poco X4 pro 5G


আমাদের লিস্টে থাকা নাম্বার ১ এ আমরা যে ফোন টা  সিলেক্ট করেছি তার দুইটা  নাম। 
Xiaomi Redmi Note 11 pro 5G আর অন্য একটা নাম Poco X4 pro 5G . দুইটার মধ্যে আপনারা যেইটাই পান নিতে পারেন কোনো সমস্যা নেই।  দুইটা ফোনের Configuration একই।  জাস্ট দুই দেশে বের হইছে দেখে দুই নাম আসছে। সো আজকে আমরা দেখবো Poco X4 pro 5G এর Configuration .

Poco X4 pro 5G:

Poco X4 pro 5G Price in Bangladesh:

8/128 GB

Unofficial 22 - 25000  টাকা


DISPLAY

:

:

:

6.67 inches

Full HD+ 1080 x 2412 pixels (400 ppi)

AMOLED, 120Hz Refresh

PROCESSOR

:

:

:

Android 11 (Realme UI 3.0)

Snapdragon 695G

Octa core, up to 2.4 GHz

MAIN CAMERA

:

Triple 108+8+2 Megapixel

FRONT CAMERA

:

16 Megapixel

RAM

:

6 GB

STORAGE

:

:

128 GB

MicroSD Slot 

BATTERY

:

:

Lithium-polymer 5000 mAh (non-removable)

67W Fast Charging

 

 

 



Post a Comment (0)
Previous Post Next Post